Rules and Regulations:
-শিক্ষার্থীদের জন্য

(১) প্রত্যেক শিক্ষার্থীকে ক্লাশ শুরু হওয়ার ০১ মিনিট পূর্বে অবশ্যই নির্দিষ্ট শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে।

(২) ক্লাশসমূহ সঠিক সময়ে শুরু হবে এবং নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীর শ্রেণিকক্ষে উপস্থিত নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হয়েছে।

(৩) নির্দিষ্ট সময়ের পরে কোন শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না, বিশেষ ক্ষেত্রে শ্রেণি শিক্ষকের অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে পারবে তবে সে উপস্থিতির পাশে L(late)।

(৪) ক্লাশে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষে অভিভাবকগণের সাথে সংশ্লিষ্ট কাউন্সিলিং শিক্ষক মোবাইলে যোগাযোগ করবেন এবং প্রয়োজনে অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে লিখিতপত্র প্রেরণ করবেন।

(৫) কোন শিক্ষার্থী কোন কারণে ইনস্টিটিউট অনুপস্থিত থাকলে অবশ্যই লিখিতভাবে অভিভাবকের প্রতিস্বাক্ষরসহ অধ্যক্ষ মহোদয়কে জানাতে হবে। অভিভাবক কাছে না থাকলে ঐ শিক্ষার্থীর কাউন্সিলর অভিভাবককে অনুপস্থিতির বিষয় অবহিত করবেন।

(৬) শ্রেণিকক্ষে/ইনস্টিটিউট কোন শিক্ষার্থী শৃঙ্খলা ভঙ্গ করলে জরুরী ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(৭) ক্লাশ শুরু পর শিক্ষার্থীর ইনস্টিটিউট প্রাঙ্গনে ঘুরাঘুরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

(৮) সকল শিক্ষার্থীর প্রতিটি বিষয়ে পৃথকভাবে শতকরা ৭৫ ভাগ উপস্থিতি নিশ্চিত না হলে কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

(৯) যথাযথভাবে ইনস্টিটিউট ইউনিফরম ও আইডি কার্ড ব্যতীত শ্রেণি কক্ষে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।